প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে কাজ শুরু করার পর থেকেই একের পর এক সাফল্যের পালক জুড়ছে তার মুকুটে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় বিশ্বে এক নম্বর অভিনেতার তকমাটি সম্প্রতি ছিনিয়ে নিয়েছেন তিনি।
একটি আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা জানিয়েছে এ তথ্য। বলেছে, চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় সবচে' বেশি সমাদর পেয়েছেন প্রিয়াঙ্কাই। এ ব্যাপারে বেওয়াচে তার সহ-অভিনেতা ডোয়েন 'দ্য রক' জনসনকেও হারিয়ে দিয়েছেন তিনি।
এ তালিকায় জেনিফার লোপেজ এবং জনপ্রিয় ছবি 'ওয়ান্ডার উওম্যান'র গেল গ্যাডটকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। সাধারণত, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ও গুগল প্লাসের তথ্য বিশ্লেষণ করেই জনপ্রিয়তার তালিকা প্রস্তুত করে একটি আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী সংস্থা। নাম এমভিপিনডেক্স।
প্রতি সপ্তাহে তারা এ তালিকা প্রকাশ করে থাকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সব অভিনেতা অভিনেত্রীরাই থাকেন তাদের এ সমীক্ষার অধীনে। কিছুদিন আগেই তার ফেসবুক পেজে লাইকের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে।
এইচএম